ব্রাকসু নির্বাচনে ৫ সদস্যের কমিশন গঠন 

০৪ নভেম্বর ২০২৫, ০৫:১৫ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক  ড. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৮তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ইলিয়াস প্রমাণিক।

কমিশনের অন্য সদস্যরা হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজামান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক প্রদীপ কুমার ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক মো. হাসান আলী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ অক্টোবর ব্রাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও কিছু মহল তা বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা জানান, গেজেট প্রকাশের পরও আইন সংশোধনের অজুহাতে নির্বাচন বিলম্ব করা হচ্ছে। তারা দ্রুত নির্বাচন কমিশন গঠন ও এক মাসের মধ্যে ভোট সম্পন্নের দাবি জানিয়ে আসছিলেন।

অন্যদিকে কিছু সংগঠন গঠনতন্ত্রে অনাবাসিক শিক্ষার্থীদের ভোটাধিকার এবং নারী সংরক্ষিত আসন না থাকা নিয়ে সংশোধনের দাবি তোলে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গঠনতন্ত্র বিশেষজ্ঞদের সহযোগিতায় তৈরি করা হয়েছে এবং প্রয়োজনে পরে তা সংশোধন করা যাবে।

এদিকে নতুন কমিশন গঠনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী উত্তেজনা আবারও জেগে উঠেছে। সবাই এখন অপেক্ষায় রয়েছেন—কবে ঘোষণা হবে প্রথম ব্রাকসু নির্বাচনের তফসিল।

অধ্যাপক ড. ইলিয়াস প্রমাণিক বলেন, ব্রাকসু নির্বাচন বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রয়োজনে নির্বাচন শেষে গঠনতন্ত্র পর্যালোচনা করে সংশোধনের বিষয়টি বিবেচনা করা হবে।

বিসিবির নিয়ম অনুযায়ী যেভাবে পদশূন্য হতে পারেন পরিচালক
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২৩ জানুয়ারি
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ নির্বাচন করছেন না রাশেদ প্রধান
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘হাদির জিন্দাবাদ’র শিল্পী আবু উবায়দার সব ধরনের নাশিদ অনুষ্ঠ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুলকে নিয়ে ক্রিকেটাররা, অন্যান্য পরিচালক ও জাতি বিরক্ত: …
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9