তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের অনুমোদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ PM
তেজগাঁও কলেজ প্রেস ক্লাব আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন প্রেস ক্লাবের গঠনতন্ত্র, লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করে পরিচালনা কমিটিকে অনুমোদন প্রদান করেন।
এই অনুমোদনের মধ্য দিয়ে কলেজের সংবাদমাধ্যম সংক্রান্ত কার্যক্রম, শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা এবং ক্যাম্পাসের তথ্য সঠিকভাবে প্রচার ও নথিবদ্ধ করার কাজ আরও সুসংগঠিতভাবে এগোবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রেস ক্লাবের পরিচালনা পরিষদে আছেন স্বাধীন সরকার, ময়ূখ মাহবুব, মেহেদী হাসান, কাজী ইসমাতুজ্জান্নাত সুচি, মোঃ সাকিবুল হাসান, আশরাফুল ইসলাম পলাশ, মাহাথির মিসাত হিমেল, আল আমিন আকন, হাসান বায়েজিদ ও মুগ্ধ। অধ্যক্ষের নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস প্রেস ক্লাবের কার্যক্রম তত্ত্বাবধান করবে এই কমিটি। পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন প্রফেসর শামিমা ইয়াসমিন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তেজগাঁও কলেজ), ইকতেখার হোসেন আকাশ (ব্রডকাস্ট জার্নালিস্ট, এটিএন টিভি) এবং জিয়াউল হাসান।