‘এ’ ক্যাটাগরিতে স্থান পেল শেরপুর সরকারি কলেজ
- শেরপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০৫ PM
গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দেশের এক গুরুত্বপূর্ণ জেলা হলো শেরপুর। জেলার উচ্চশিক্ষার একমাত্র বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নতুন তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, দেশের সরকারি কলেজগুলোকে এ, বি, সি ও ডি—চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রশাসনিক প্রয়োজনে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের কলেজসমূহকে এই চার ক্যাটাগরিতে শ্রেণীবিন্যাস করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত কলেজগুলোতে ছাত্র-ছাত্রী সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্স বিষয়ে ১০টির বেশি বিভাগ থাকতে হবে। এই মানদণ্ড পূরণ করে ৮১টি সরকারি কলেজের তালিকায় শেরপুর সরকারি কলেজ ৪৯ নম্বরে স্থান পেয়েছে।
শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এই স্বীকৃতিকে কলেজের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন। আশা করা হচ্ছে, ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ায় কলেজে শিক্ষার মান বৃদ্ধি, নতুন বিভাগ সম্প্রসারণ এবং উন্নত শিক্ষামূলক সুবিধা নিশ্চিত হবে।
শেরপুর সরকারি কলেজের এই অর্জন জেলার শিক্ষার মান ও মর্যাদা আরও উজ্জ্বল করবে।