অতিদ্রুত দেশের সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চাই: সাদিক কায়েম

২২ নভেম্বর ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৩:০৮ PM
বক্তব্য রাখছেন সাদিক কায়েম

বক্তব্য রাখছেন সাদিক কায়েম © সংগৃহীত

সারা দেশের ক্যাম্পাসে বর্তমানে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম অতি দ্রুত রাজশাহী কলেজসহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন। 

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী কলেজ মাঠে কলেজের অনার্স ১ম বর্ষ (২০২৪–২৫) সেশনের শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচন সহ সারা দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত দিয়ে দিতে হবে। রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কাজ করবে।
 
ছাত্র সংসদকে ক্যাম্পাসের সকল সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই এই ক্যাম্পাসকে নেতৃত্ব দিবেন। আপনাদের সমস্যা সংকট সবকিছু ছাত্রনেতাদের মাধ্যমে উঠে আসবে এবং এই সমস্যার সমাধান ছাত্র নেতৃত্বদের মাধ্যমেই হওয়া সম্ভব।

তিনি আরও বলেন, আবাসন সমস্যা থেকে শুরু করে যাবতীয় ক্যাম্পাসের সকল সমস্যা দূরীকরণে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ছাত্র সংসদই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। তিনি রাজশাহী কলেজের গ্রীন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস হিসেবে পরিচিতি পাওয়ার বিষয়টিরও উল্লেখ করেন।
 
জুলাই বিপ্লবে তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এই তরুণরাই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং বিপ্লব সফল করেছে।তরুণরা বলেছে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ তৈরি হবে না। তরুণরা দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, তাদের আধিপত্যের বিরুদ্ধে একসাথে রাজপথে নেমেছে এবং রাজপথে থাকার অঙ্গীকার করেছে। বৈষম্য শেষ না হওয়া পর্যন্ত এবং নতুন বাংলাদেশ নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখতে হবে।

ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা কোনো সংগঠন দিতে পারবে না এবং এই শিবিরের কাছে নারীরাই সবচেয়ে নিরাপদ। শিবির প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে কেউ একটা উদাহরণ দিতে পারবে না যে শিবিরের কাছে নারীরা ধর্ষণ হয়েছে বা শীলতাহানীর শিকার হয়েছে। পিতা-মাতার দোয়া সাফল্যের চাবিকাঠি এবং অহংকার পরিহার করে বিনয়ী হতে হবে। তিনি আরো বলেন, অহংকার আসলে পতন অনিবার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি মো. শামীম উদ্দীন, শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক রাজশাহী মহানগর সভাপতি মো. সিফাত উল আলম। এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম।

‘হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই’
  • ১৭ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনের বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9