হাবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প ছাত্রীসংস্থার
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:৩৩ PM
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আয়োজন করা হচ্ছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। আগামী রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নূর হোসেন হল মাঠে অনুষ্ঠিত হবে এই ক্যাম্পটি। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, হাবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
ক্যাম্পে অংশ নেবেন ছয়জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক, যারা মানসিক স্বাস্থ্য, গাইনী, চর্ম ও যৌন রোগ, চোখ, দাঁত এবং সাধারণ চিকিৎসা সেবা প্রদান করবেন। মানসিক রোগ বিভাগে থাকবেন ডা. মো. নাজমুল হোসেন শাহ। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। গাইনী ও প্রসূতিবিদ্যা বিভাগে থাকবেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের কনসালটেন্ট ডা. মোছা. মজিদা খাতুন। চর্ম ও যৌন রোগের চিকিৎসা দেবেন ডা. আনিকা তাসনিম তিয়াশা। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডিডিভি সম্পন্ন করেছেন। চক্ষু বিভাগে থাকবেন ডা. মো. আনছার আলী, প্রাক্তন চিফ কনসালটেন্ট, গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল। দাঁতের চিকিৎসা ও সার্জারির দায়িত্বে থাকবেন ডা. তানজিলা আক্তার তিমু, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ওরাল ও ডেন্টাল সার্জন। সাধারণ চিকিৎসা বিভাগে থাকবেন ডা. কামরুন নাহার (কেয়া), একই হাসপাতালের মেডিকেল অফিসার।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ক্যাম্পটির মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসাসেবা প্রদান। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করবে।