আগামীকাল থেকে শুরু হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৭:৫১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের লিখিত পরীক্ষা আগামীকাল বুধবার (২২ অক্টোবর) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল পর্যন্ত চলবে।
ঘোষিত সময়সূচি অনুসারে এ বছরের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ইংরেজি (আবশ্যিক) বিষয়ের মাধ্যমে শুরু হবে। পরবর্তী তারিখগুলোতে পর্যায়ক্রমে বাংলা, আরবী, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংসহ অন্যান্য বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে মোট ৩৪৪টি কলেজকে এ পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে একযোগে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট কলেজগুলোতেও নোটিশ আকারে প্রকাশ করা হয়েছে।