জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন ঘোষণায় বলা হয়েছে, অনলাইন প্রাথমিক আবেদন ২৬ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৪টা পর্যন্ত করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রার্থীদের আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রিন্ট নিতে হবে। এরপর প্রিন্টকৃত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ৪০০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা সরাসরি) আগামী ২৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

এছাড়া কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে প্রাথমিক আবেদন নিশ্চয়ন করতে হবে ২৮ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে। নিশ্চয়নকৃত আবেদনকারীদের ফি বাবদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে আবেদনকারী প্রতি ২৫০ টাকা ‘ভর্তি ফান্ডে’ জমা দিতে হবে ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে যে কোনো সোনালী ব্যাংক শাখায়।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগইন করে “Application Payment Info (Degree Pass)” অপশন থেকে পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট কপি নিয়ে নির্ধারিত ফি জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের “Prospectus (Degree Pass)” ও “Important Notice” অংশে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ