অধিভুক্ত কলেজে অর্থ লেনদেন ও উপঢৌকন বিনিময় হলেই ব্যবস্থা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০২:৩৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে যাওয়া কোনও শিক্ষক, কর্মকর্তাকে বিধি বহির্ভূতভাবে আর্থিক সুবিধা বা উপঢৌকন প্রদান করলে বা তারা গ্রহণ করলে আইনানুগ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা পরিদর্শন, নিরীক্ষা, তদন্ত, নিয়োগ বা পরীক্ষা সংক্রান্ত কাজে অধিভুক্ত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গমণ করলে কোনো কোনো প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে আর্থিক সুবিধা বা উপঢৌকন প্রদান করার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাজে শিক্ষক, কর্মকর্তাগণ অধিভুক্ত কোনো কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে গমণ করলে বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে তাদেরকে টিএ, ডিএ বা সম্মানী প্রদান করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারির আগেই
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তাকে বিধি বহির্ভূতভাবে কোনো আর্থিক সুবিধা বা উপঢৌকন প্রদান করলে সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান হতে কোনো আর্থিক সুবিধা বা উপঢৌকন গ্রহণ করলে তার বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।