রাবি ছাত্রীদের ছাত্রদল নেতার কটূক্তির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের মানববন্ধন

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ PM
বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ মানববন্ধনের আয়োজন করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ মানববন্ধনের আয়োজন করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা © টিডিসি

ছাত্রদল নেতা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের ‘যৌনকর্মী’ বলে কটূক্তি, সারা দেশে নারী হেনস্তা এবং ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ মানববন্ধনের আয়োজন করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এ সময় তারা ‘নারারে তাকবির, আল্লাহু আকবর’; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘ধর্ষক আর চাদাবাজ, মিলেমিশে একাকার’; ‘ধর্ষক আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’; ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘ছাত্রদলের ধর্ষক, রুখে দাও ছাত্রসমাজ’; ‘দায় চাপানোর রাজনীতি, বন্ধ করো করতে হবে’; ‘নারী হেনস্তার রাজনীতি, বন্ধ করো করতে হবে’ইত্যাদি স্লোগান দেন।

শিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে একটা দল এই দেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। রাবি ছাত্রদলের নেতা আনিসুর রহমান ৯১ শিক্ষার্থীকে যৌনকর্মী বলে আখ্যায়িত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদলের কেন্দ্র থেকে রুট লেভেল পর্যন্ত প্রত্যেকে শিবিরের পেছনে উঠে পড়ে লেগেছে। আপনারা আদর্শিকভাবে আমাদের সঙ্গে লড়াই করতে আসুন। বর্তমান সময় আদর্শিক লড়াইয়ের সময়, পেশিশক্তির সময় নয়। ছাত্রদল আমাদের সঙ্গে আদর্শিক লড়াইতে হেরে যেয়ে নব্বইয়ের রাজনীতিতে ফিরে যেতে চাচ্ছে। তারা পেশিশক্তি ব্যবহার করে আমাদের দমিয়ে দিতে চাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র করবেন না। ৫ আগস্টের পরে আমরা সহাবস্থানের রাজনীতি চেয়েছিলাম যেন সবাই ভাই ভাই হয়ে অবস্থান করতে পারে, সবাই আদর্শিকভাবে প্রতিযোগিতা করবে৷ কিন্তু এতে ব্যর্থ হয়ে তারা নব্বইয়ের রাজনীতিতে ফিরে যাওয়ার চিন্তা করছে। আমরা এমন একটি ক্যাম্পাস প্রত্যাশা করি যেখানে আমাদের বোনেরা নিরাপদ থাকবে। কিন্তু ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য  তারা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতার নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমরা এগুলো কখনোই প্রত্যাশা করিনি। আপনারা এসব বন্ধ না করলে ছাত্রলীগের যে অবস্থা হয়েছে, আপনাদের সেই অবস্থা করতে সাধারণ শিক্ষার্থীরা বাধ্য হবে’

শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9