খুবিতে চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস চ্যাম্পিয়ন যবিপ্রবি

২৪ আগস্ট ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
নৈয়ায়িক ন্যাশনালস চ্যাম্পিয়ন যবিপ্রবি

নৈয়ায়িক ন্যাশনালস চ্যাম্পিয়ন যবিপ্রবি © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস্-২০২৫’ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেটিং ক্লাব। শনিবার (২৩ আগস্ট) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে যবিপ্রবি’র দলটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং ক্লাবকে পরাজিত করে।

প্রতিযোগিতা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, বিতর্ক হচ্ছে আত্ম-উন্নয়নের এক উৎকৃষ্ট ক্ষেত্র। উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং ক্লাবে যুক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদের বহুমাত্রিকভাবে দক্ষ করে তুলতে পারে। এটি শুধু অ্যাকাডেমিক ক্ষেত্রেই নয়, ভবিষ্যৎ পেশাগত জীবনেও তাদের জন্য মূল্যবান অভিজ্ঞতা তৈরি করে। নৈয়ায়িকের এ আয়োজন প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ী হয়েছে। বিতর্ক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করছে- এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর সম্পাদক, কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ গঠনে তরুণ বিতার্কিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুক্তি-তর্কের মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্রের ভুল-ত্রুটি চিহ্নিত করতে পারে। মুক্তচিন্তার আলোচনার মধ্য দিয়েই আগামী দিনের শ্রেষ্ঠ নাগরিক তৈরি হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি জুলাই আন্দোলনে শহিদ মীর মুগ্ধ, আবু সাঈদ, আনাছসহ সকল শহিদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, ডিবেটিং সংগঠনের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে শিক্ষার্থীরা পাবলিক স্পিকিংসহ নানা দক্ষতা অর্জন করতে পারে। শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, স্কুলকলেজ পর্যায়েও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক। তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মুক্তচিন্তা, যুক্তিবোধ, দলগত নেতৃত্ব ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈয়ায়িক সভাপতি হিজবুল্লাহ তামিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক খালিদ হোসেন। এ সময় অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলীসহ নৈয়ায়িকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ভঙ্গের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে রাজনৈতিক দলগুলিকে বেশি দায়ী মনে করে।’ প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তিতর্কে লড়াইয়ে যবিপ্রবি ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ডিবেটর অব ফাইনাল নির্বাচিত হন বিইউপি ডিবেটিং ক্লাবের লিমন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী ইউনিভার্সিটি ডিবেট ফোরামের ফাহিম।

জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9