৩৬ জুলাই স্মরণে ইবি শিক্ষার্থীর ৩৬ কিলো ম্যারাথন, সম্মাননা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:২৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। তার নাম সাজ্জাতুল্লাহ শেখ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক।
জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়ার কুমারখালী থেকে ম্যারাথন শুরু করেন সাজ্জাদ। দীর্ঘ ৪ ঘণ্টার ম্যারাথন শেষে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পৌঁছান তিনি।
তার এ কাজের সম্মাননা স্বরূপ পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
ম্যারাথন শেষে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ‘৩৬ জুলাই আমাদের কাছে আবেগের। গত বছর ৩৬ জুলাইয়ে স্বৈরাচারী খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখতে আমি ৩৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছি। দৌড়ের মধ্যে হাঁটুতে কিছুটা পেইন হলেও সবশেষে ঠিকঠাক সম্পন্ন করতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি। নতুন বাংলাদেশে জুলাইয়ের চেতনা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সম্প্রীতি, জাতীয় ঐক্য বজায় রেখে সামনের পথ চলতে হবে। সব আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখতে ফ্যাসিবাদ বিরোধী সব সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশবাসীকে জুলাইয়ের চেতনা ধারণ করার আহ্বান জানাচ্ছি। নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন।’