জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফল পুনর্মূল্যায়ন আবেদন শুরু ৩০ জুলাই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের অনলাইন আবেদন শুরু হবে ৩০ জুলাই থেকে এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে। আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই ফি জমা দিতে হবে।
আবেদনের ফি নির্ধারিত ১,২০০ টাকা, যা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়াও সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করে বিকাশ, রকেট, নগদ, আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস বা সোনালী ব্যাংকের হিসাব থেকে অনলাইনে ফি প্রদান করা যাবে।
নির্ধারিত সময়সীমার বাইরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড বা টাকা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না। অন্য কোনো ফরম ব্যবহার করে ফি পরিশোধ করা হলে সৃষ্ট জটিলতার দায় বিশ্ববিদ্যালয় নেবে না।
ফি জমা দেওয়ার পরই আবেদন সম্পন্ন বলে গণ্য হবে এবং আবেদন বা পে-স্লিপের কোনো কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।