মুজিববাদীদের অপতৎপরতার বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ

ইবিতে বিক্ষোভ
ইবিতে বিক্ষোভ  © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশে মুজিববাদীদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; মুজিববাদ মুর্দাবাদ; জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; কণ্ঠে আবার লাগা জোর, মুজিববাদের খবর খোর; আবু সাইদের বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দেন।

ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, এক বছর আগে মুজিববাদের কবর রচনা করা হলেও এক বছর পর নয়া ফর্মেটে মুজিববাদ আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। মাইলস্টোনের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের পোষা কুকুরেরা ছাত্রজনতার বিপক্ষে দাঁড়িয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লুকিয়ে থাকা সন্ত্রাসীরা দেশি বিদেশি অস্ত্র নিয়ে ন্যাক্কারজনকভাবে গোপালগঞ্জে বিপ্লবী ছাত্রজনতার উপর হামলা করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুজিববাদের নিদর্শন ধ্বংস করার আল্টিমেটাম দিলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয় নাই। আমরা অনেক আল্টিমেটাম দিয়েছি, ২০ ঘন্টার মধ্যে মুজিববাদের নিদর্শনকে ধূলিসাৎ করে দিবেন।

আওয়ামী লীগ নিয়ে কথা বলে অনেকে রেগে যায় উল্লেখ করে ইবি সমন্বয়ক বলেন,  একটি সুবিধাভোগী চক্র মজিব বাদীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পায়তারা করছেন। শিক্ষা স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে এসেছি। কিন্তু আপনারা মনে রাখা উচিত যে আপনারা গণহত্যা চালিয়েছেন। আপনাদের এই বোধশক্তি না থাকলে আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নেই। যারা জুলাইয়ের আবহকে ব্যাহত করতে আসবে তাদের বিরুদ্ধেই আমরা দাঁড়াবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence