ইবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শিবিরের টর্চ লাইট মিছিল

 ইবি শিবিরের টর্চলাইট মিছিল
ইবি শিবিরের টর্চলাইট মিছিল  © সংগৃহীত

ইবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চ লাইট মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইবি শাখা। এসময় তারা নিরাপদ ক্যাম্পাস এবং শতভাগ আবাসিকতার নিশ্চিতের জোর দাবি জানান।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।

সংগঠনটির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারি ইউসুব আলী, অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ সংগঠনটির পাঁচশতাধিক নেতা-কর্মী।

মিছিলে তারা 'আমার ভাই মরলো কেন' প্রশাসন জবাব চাই', 'পুকুরে লাশ কেন, প্রশাসন জবাব চাই', 'সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে', 'আর কত পরলে লাশ, প্রশাসনের হবে লাজ', 'ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত কর, করতে হবে', 'লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না', 'প্রশাসনের তালবাহানা, চলবে না চলবে না', 'শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত' ইত্যাদি স্লোগান দেয়।

সমাবেশে মাহমুদুল হাসান বলেন, আমরা আজকে সবাই মর্মাহত শোকাহত। আমরা এখানে এসেছি সাজিদ আব্দুল্লাহ কেন মারা গেছে তা উদ্ঘাটন করতে। তারা বলেছে ১০ দিনের তদন্ত রিপোর্ট পেশ করবে, এর বেশি দেরি হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে। আমরা এসেছি আজ ছাত্র শিবিরের কোনো দাবি নিয়ে নয় বরং সমগ্র ছাত্রদের দাবি নিয়ে। আজও প্রশাসন  কেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারল না। কেনো এখনো বিশ্ববিদ্যালয়ে শতভাগ লাইটিং এর ব্যবস্থা করতে পারলো না। আপনাদের ফান্ড না থাকলে আমাদের বলুন আমরা দরকার হলে ভিক্ষা করে আপনাদের ফান্ড ব্যবস্থা করে। আপনারা শুধু বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেওয়ার জন্য প্রশাসনে বসেননি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে আপনারা আর প্রশাসনে থাকতে পারবেন না।

মনে রাখবেন আপনারা কোনো হেডম দেখিয়ে প্রশাসনে বসেননি। বরং শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে বসেছেন। আপনারা নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা আরেকটি জুলাই গড়ে তুলব বলে বক্তব্যে বলেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence