জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের আজকের পরীক্ষা স্থগিত
- আরফান আলী
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:৪৪ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১১:১০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের আজ বৃহস্পতিবারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৭ জুলাইয়ের পরীক্ষা ছাড়া পূর্বঘোষিত ০৩ জুন ২০২৫ সালের সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয়।’