ইবিতে খেলাফত ছাত্র মজলিসের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৩:৪১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং বৃক্ষরোপণের উপযুক্ত সময় বর্ষাকাল শুরু হওয়ায় ক্যাম্পাসে এই কর্মসূচীর আয়োজন করে ছাত্র সংগঠনটি।
শনিবার (২৮ জুন) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় পরিবেশবান্ধব বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগান খেলাফত ছাত্র মজলিসের নেতাকর্মীরা। এ ছাড়াও ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝেও গাছ বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাখা সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খানসহ অন্যান্য নেতারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে।’