সাত বাস আটক করলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আটককৃত বাস
আটককৃত বাস  © টিডিসি ছবি

ঢাকা কলেজের শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মিরপুর সুপার লিঙ্ক কোম্পানির ৭টি বাস আটক করেছে কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। শনিবার (২৮জুন) বেলা ১২টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে সাতটি বাস আটক করেন একদল শিক্ষার্থী।

জানা যায়, ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থী রাইয়ান মোল্লা ও একই বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী সিয়াম তালুকদার এ ঘটনায় ভুক্তভোগী। ঢাকা কলেজ থেকে মিরপুর-১০ এ যাওয়ার পথে মিরপুর সুপার লিংক বাসের কন্ডাক্টর শিক্ষার্থীদের থেকে স্টুডেন্ট ভাড়া না নিয়ে ফুল ভাড়া নেওয়ায় তার সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের কাছ থেকে মূল ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া নেয়।

ভুক্তভোগী এই শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজ থেকে মিরপুর ১০ এ যাওয়ার জন্য সুপার লিংক বাসে উঠি মিরপুর ১০ এ গিয়ে আমরা স্টুডেন্ট ভাড়া দিতে চাইলে কন্ডাক্টর ফুল ভাড়া দাবি করে এক পর্যায়ে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেও তিনি ফুল ভাড়ায় চায়। তখন আমি ঢাকা কলেজের আইডি কার্ড দেখায়, তিনি বলেন তুমি ঢাকা কলেজের হোও বা যাই হোও না কেন তোমাকে ফুল ভাড়ায় দিতে হবে। এ নিয়ে তার সঙ্গে কিছুক্ষণ আমাদের বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে আমাদের কাছে খুচরা টাকা না থাকায় ২০০ টাকার নোট দিলে তিনি ১৪০ টাকা ফেরত দেয়। 

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা আরও বলেন, আজকে আমরা মিরপুর সুপার লিংক কোম্পানির বাস আটক করেছি শুধু এই কারণে যেন এ ঘটনার একটা সুষ্ঠু বিচার হোক। পরবর্তীতে যেন কোন শিক্ষার্থী এ ধরনের হেনস্তার শিকার না হয় তাদের দ্বারা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, আমি জানা মাত্রই পুলিশকে জানিয়েছি এবং কলেজের কয়েকজন শিক্ষককে পাঠিয়েছি ঘটনাস্থলে, তারা গিয়ে কোনো শিক্ষার্থীকে পায়নি সেখানে এবং কেন বাস আটক করেছে তাও জানা যায় নি। আমি তাদেরকে বলেছি দ্রুত বাসগুলো ছেড়ে দিতে, শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করবে আর তারা আমাদের বা প্রশাসনকে না জানিয়ে হঠাৎ বাস আটক করবে এটা কোনো নিয়ম হলো নাকি।

তিনি আরও বলেন, নিয়ম হচ্ছে কারো সাথে খারাপ কোনো ঘটনা ঘটলে প্রথমে প্রশাসনকে জানাবে। পরবর্তীতে আমরা বাস মালিকদের সাথে কথা বলে সমাধানের ব্যবস্থা করব। তাদের কোনো অভিযোগ থাকলে তারা সাংবাদিকদের মাধ্যমে আমাদের জানাতে পারে বা আমাদের বলতে পারে। দরকার হলে আমরা বাস কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করবো। অযথা এতোগুলো বাস কেন শিক্ষার্থীরা আটকে রাখবে।


সর্বশেষ সংবাদ