ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

২৩ জুন ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা কলেজ ছাত্রদল

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা কলেজ ছাত্রদল © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখায় ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ২৩ জুন) সকাল ১০ টায় ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিল্লাদ হোসেনের সঞ্চালনায় ছাত্রদলের কেন্দ্রীয় ও কলেজ শাখার নেতৃবৃন্দ এই কর্মসূচিতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মহানগর ছাত্রদল ও ঢাকা শহরের ৫ কলেজের ভিতর ঢাকা কলেজ ছাত্রদল মডেল ছাত্রদল। আমাদের লক্ষ্য বাংলাদেশে কর্মীবান্ধব তরুণসমাজ গড়ে তোলে রাষ্ট্রের সহায়ক ভূমিকা হিসাবে পালন করা, তরুণ সমাজকে কর্মমুখী শিক্ষায় মনোনিবেশের মাধ্যমে উদ্বুদ্ধ করা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের বিজয়কে বুকে ধারণ করে সকল প্রকার সংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এবং স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষায় ভূমিকা পালন করা।

সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণাগার বৃদ্ধির মাধ্যমে শিক্ষার মান বাড়ানোতে নিরলসভাবে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, ক্যাম্পাসগুলোতে নারী শিক্ষা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার মান বাড়ানো এবং কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বাড়ানোতে ছাত্রদল কাজ করেছে এবং আগমীতেও করবে বলে বলেন তিনি।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে  ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছিল সেই শিক্ষাঙ্গন গুলোতে যখন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে আসেন তখন তিনি অনুভব করেন ছাত্র সমাজকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয় তাহলে  অবশ্যই ছাত্রসংগঠন প্রতিষ্ঠা করতে হবে। তাই তিনি শিক্ষা, ঐক্য, প্রগতি স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকা কলেজ ছাত্রদলের অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ, আহত ও জেল জুলুমের শিকার হয়েছিলেন। বিগত ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্মুখ সারিতে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আগামী দিনে ঢাকা কলেজ ছাত্রদল সুন্দর শৃঙ্খলভাবে শিক্ষা বান্দব, কর্মীবান্ধব, মুক্তচিন্তা ও সহাবস্থানের একটি সংগঠন উপহার দেব বলে বলেন তিনি। 

 

জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসুর জিএসের কর্মকাণ্ডে রাবি জিয়া পরিষদের নিন্দা
  • ১৯ জানুয়ারি ২০২৬
পে-স্কেলে ৪০ ঊর্ধ্বদের চিকিৎসা ভাতা বাড়ছে ৩৫০০ টাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ২৪ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9