১০ বছর ধরে জবি শিক্ষার্থীর পরিবারের সম্পত্তি বেদখলে, থানায় অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি ফটো

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় ১০ বছর ধরে পারিবারিক সম্পত্তি ও দোকানঘর দখল করে রাখার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরয় (জবি) শিক্ষার্থী তুবা তাবাসসুম তালহা। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানা গেছে।

অভিযোগকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগকারী শিক্ষার্থী জানান, তার বাবা মৃত মজির উদ্দিনের নামে থাকা দোকানঘর ও জমি গত ১০ বছর ধরে পূর্বধলার দেওটুকোণা গ্রামের তার চাচারা জোরপূর্বক দখল করে রেখেছেন। এই সম্পত্তি তার মায়ের সাব-কাওলা দলিল মূলে বৈধভাবে কেনা হলেও তা তারা ফেরত দেওয়া হচ্ছে না। 

গত ৭ জুন বিষয়টি জানতে চাইলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বাঁশের লাঠি হাতে হুমকি দেয়। তাদের বক্তব্য ছিল: ‌‘তুই অথবা তোর মা জমিতে গেলে জানে মেরে ফেলব।’ এই ঘটনায় তিনি ও তার মা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান অভিযোগকারী শিক্ষার্থী।

এদিকে অভিযুক্ত মেহেদী হাসান বাবু নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে লেখেন, ‘ঈদের দিন আমাদের বাড়িতে ভাতিজি তালহা আসলে আমরা যথেষ্ট স্নেহ করেছি। অথচ সে সামান্য ‘মোজো’ পানীয় নিয়ে পুলিশ ডাকে, মিথ্যা অভিযোগ তোলে। আমাদের বাবা তাদের জন্য জমি লিখে দিয়েছেন। এখন তারাই নাটক করছে। বৈঠকের কথা বলে থানার উপস্থিতি চেয়েছে, অথচ নিজেরাই বৈঠকে অনুপস্থিত ছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমাদের অপমান করা হয়েছে।’

এ বিষয়ে অভিযোগের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। আমি স্থানীয় প্রশাসনের ডিসি, এসপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

এ বিষয়ে পূর্বধলা থানার উপ-পরিদর্শক মনিতোশ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা থানায় অভিযোগটি পেয়েছি। তবে এটা নিয়ে এখনও আনুষ্ঠানিক মামলা হয়নি। তালহা প্রশাসনের উপস্থিতিতে তার চাচার সঙ্গে বসে সমাধান করতে চাচ্ছিল। কিন্তু তার চাচা প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় বসতে নারাজ। মামলা হলে আমরা বিষয়টি নিয়ে কাজ করব।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!