গ্রেপ্তার দুজন © টিডিসি
চট্টগ্রামের বোয়ালখালীতে দেশি ও বিদেশি অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বেংগুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে চারটি বিদেশি শটগান, দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল বশরের ছেলে সালাহউদ্দিন রুমি (৫১) ও তার ভাই সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)।
বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই আসামি পালানোর চেষ্টা করেন। তারা পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়েও পালাতে ব্যর্থ হন। পরে সেনাসদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তাদের ব্যবহৃত বিভিন্ন গোপন স্থান থেকে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। একটি পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং একটি নির্মাণাধীন ভবনের বালির নিচে চারটি ভিন্ন স্থানে এসব সরঞ্জাম লুকিয়ে রাখা ছিল।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন সময়ে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তারা নিজেরাই দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে সরবরাহ করতেন।
পরে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের জব্দ তালিকা প্রস্তুত করে। আটক দুজনকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।