সাজিদ হত্যার বিচার দাবি

জামায়াত আপনাকে ভিসি রাখবেনা, বিএনপি আসলেও না: ইবি উপাচার্যকে সাবেক সহ-সমন্বয়ক

১৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ PM , আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ PM
তানভীর মাহমুদ মন্ডল

তানভীর মাহমুদ মন্ডল © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কে জামায়াত জোট ক্ষমতায় আসলেও তাকে ভিসি হিসেবে রাখবে না, আর বিএনপি ক্ষমতায় আসলেও রাখবেনা বলে মন্তব্য করেছেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সময় সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার ইস্যুতে এই মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, সাজিদ আব্দুল্লাহ হত্যার ৬ মাস অতিবাহিত হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোন আলোর দিশা দেখাতে পারেনি। এরচেয়ে লজ্জাজনক কিছু আর হতে পারে না। আপনাদের স্পষ্ট করে একটা কথা বলি, আগামী ১২ তারিখ নির্বাচনে যদি জামায়াত ও ১০ দলীয় জোট ক্ষমতায় আসে, তবুও আপনাকে ভিসি রাখার কোনো রাস্তা দেখছিনা। তারা কখনোই আপনাকে ভিসি রাখবেনা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর বিএনপি ক্ষমতায় আসলে তো তাকে লাথি মেরে বের করবে; এটা নিশ্চিত। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রফেসর নকীব মোহাম্মদ নসরুল্লাহর সময়ের শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার হতে হবে। এই নকীব মোহাম্মদ নসরুল্লাহ যদি একবার ঢাকা চলে যায় তাহলে পরবর্তীতে কোনো ভিসি এসে কিন্তু সাজিদ হত্যার দায়ভার নিবে না। এইজন্য অনলাইন অফলাইনে যে সকল শিক্ষার্থীরা এই হত্যার বিচার প্রত্যাশী তাদেরকে এই প্রশাসন থাকাকালীন অবস্থাতেই সাজিদ হত্যার বিচার আদায় করে নিতে হবে। প্রয়োজনে এই প্রশাসনের সর্বোচ্চ তিনজন ই আইন উপদেষ্টার কাছে যাবে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবে।  তাদের হাত পা ধরে হলেও এই নির্বাচনের আগেই সাজিদ হত্যার বিচারের একটা ফয়সালা করে নিয়ে আসবে। 

এসময় বিক্ষোভ সমাবেশ থেকে আগামী রবিবার সকাল ১১ টায় সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেন তিনি। এর আগে, চব্বিশের জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

ট্যাগ: ইবি
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএস পরীক্ষার দাবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
বেতন কাঠামোতে শিক্ষকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হলে শিক্ষাব্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুয়েটে অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9