জবি ২০২৪-২৫ সেশনে ৬ষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

০৩ জুন ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
জবি লোগো

জবি লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে এ, বি, সি, ডি এবং ই ইউনিটে ৬ষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৬ জুন ২০২৫ তারিখ দুপুর ১২:০০ ঘটিকা থেকে ১৯ জুন ২০২৫ তারিখ বিকাল ৩:৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে অনলাইনে ভর্তি ফি জমা দিতে হবে।

বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটভিত্তিক ভর্তি ফি ভিন্ন ভিন্ন নির্ধারিত হয়েছে। বিজ্ঞান ও লাইফসায়েন্স অনুষদের বিভাগগুলোর জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১২,৮০০ টাকা। কলা, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন, চারুকলা এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটের জন্য এই ফি নির্ধারিত হয়েছে ১০,৮০০ টাকা। এ ছাড়া জনসংযোগ, তথ্য ও যোগাযোগ বিভাগসহ কয়েকটি বিষয়ে ভর্তি ফি নির্ধারিত হয়েছে ১০,৩০০ টাকা এবং চারুকলা বিভাগের গ্রাফিক ডিজাইন, সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তির জন্যও ফি ১২,৮০০ টাকা ধার্য করা হয়েছে। চাকরিজীবীদের জন্যও একই হারে ভর্তি ফি প্রযোজ্য হবে।

ভর্তি ফি জমা দেওয়া শিক্ষার্থীদের ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকা অবস্থায় সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তির চূড়ান্ত নিশ্চয়তা প্রদান করতে হবে।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১) এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র।
২) ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক (ইনভিজিলেটর) কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড।
৩) অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম
৪) সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

উল্লেখ্য, ১৫ জুন ২০২৫ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে।

সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন কার্যক্রম সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চিতে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ: জবি
এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ৬৪০ শিক্ষক
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ১৫ জানুয়ারি ২০২৬
পে কমিশন থেকে পদত্যাগ করে যা বললেন অধ্যাপক মাকছুদুর রহমান
  • ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুল ইসলাম পদত্যাগ করেননি, দাবি আদায়ে অনড় ক্রিকেটাররা
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9