নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

২৮ মে ২০২৫, ১১:০৮ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:১৩ PM
৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

৭ সদস্যের তদন্ত কমিটি গঠন © টিডিসি ফটো

পূর্ব শত্রুতার জের ধরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম শিশিরের ওপর হামলার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৮ মে) উপাচার্যের অনুমোদনক্রমে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে বিদ্রোহী হলের হাউজ টিউটর ড. মো. আব্দুল মোমেন এবং সদস্য-সচিব হিসেবে মোহাম্মদ মিলন দায়িত্ব পালন করবেন। 

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বিদ্রোহী হলের হাউজ টিউটর মো. রাশেদুর রহমান, মো. খাইরুল ইসলাম এবং মো. মামুনুর রশিদ। কমিটিকে দ্রুত তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ মে বিদ্রোহী হলের ৫১৪ নম্বর কক্ষে শিশিরের উপর হামলা চালায় চারুকলা বিভাগের শিক্ষার্থী কাজী নাসিফ হায়দার আকুল, সাজ্জাদ হোসেন রাব্বী, পপুলেশন সায়েন্স বিভাগের সাদেকুর রহমান এবং অর্থনীতি বিভাগের তোফায়েল পুনম। এসময় শিশিরকে এলোপাতাড়ি চড় এবং কাঠ দিয়ে সজোরে আঘাত করা হয়।

এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কানের পর্দা ফেটে গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় পরদিন ১৮ মে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। 

জানা গেছে, ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ এবং কেন্দ্রীয় খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের তৎকালীন সভাপতি নজরুল ইসলাম বাবু ও সভাপতি পদপ্রার্থী মাহফুজুর রাজ্জাক অনিকের অনুসারী আকুল এবং ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল সরকারের কর্মীরা। সংঘর্ষে রিয়েল সরকারের কর্মী ইমতিয়াজ আহমেদ ফয়সাল এবং আকুল গুরুতর আহত হয়। 

পরবর্তীতে রিয়েল সরকার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে হলের সিট দখল এবং নানাভাবে ক্ষমতার দাপট দেখাতে শুরু করে কর্মীরা। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর পূর্বের ঐ ঘটনার জেরে রিয়েল সরকারের একেকজন কর্মীকে দফায় দফায় লাঞ্ছিত করতে থাকেন আকুল। এরই প্রেক্ষিতে রিয়েল সরকারের কর্মী কামরুল ইসলাম শিশিরকে একাধিকবার শাসানোর পর রুমে এসে মারধর করে আকুল এবং তার সহযোগীরা।

চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনে নামতে ব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9