তিতুমীর কলেজ

সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৪ নেতার বিরুদ্ধে মামলা

কলেজ ছাত্রদলের সভাপতি তোহা আকন্দ
কলেজ ছাত্রদলের সভাপতি তোহা আকন্দ  © টিডিসি সম্পাদিত

সরকারি তিতুমীর কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং সেই ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হামলা করেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে একাধিক সাংবাদিক আহত হন। হামলার ঘটনায় চারজনকে আসামি করে রাজধানীর বনানী থানায় মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক আমান উল্লাহ আলভী।

মামলায় আসামিরা হচ্ছে তিতুমীর কলেজের আখি হল শাখা ছাত্রদলের সভাপতি তোহা আকন্দ, আহ্বায়ক সদস্য রাশেদুজ্জামান হৃদয়, যুগ্ম আহ্বায়ক বায়জিদ হাসান শাকিব এবং মেহেদী চৌধুরীকে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০–১২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি কাভার করছিলেন কয়েকজন সাংবাদিক। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, ভিডিও মুছে ফেলা হয় এবং এক নারী সাংবাদিককেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: তিতুমীর কলেজে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, জিহ্বা তুলে ফেলার হুমকি

আহত সাংবাদিক আমান উল্লাহ আলভী তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক। তিনি অনলাইন নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক হিসেবেও কাজ করছেন। 

তিনি জানান, প্রায় ১১ মাস ধরে কলেজের ছাত্রাবাস বন্ধ রয়েছে। আবাসন চালুর দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন। সোমবারও কর্মসূচি চলছিল। এ সময় কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন নেতা কর্মসূচিতে অতর্কিত হামলা চালায়। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। বাধা উপেক্ষা করে ভিডিও করতে থাকলে তাকে মারধর করা হয়।

আরও পড়ুন: তিতুমীর কলেজে বৈষম্যবিরোধীদের ওপর হামলা ছাত্রদলের, আহত ১৫

আলভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, চড়-থাপ্পড় মারে। মাথা, মুখ, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে রক্তাক্ত জখম করে। তখন আমি চিৎকার দিলে উপস্থিত শিক্ষার্থীরা এগিয়ে এসে আমাকে রক্ষা করে।

তিনি আরও জানান, বিবাদীরা আমাদের প্রকাশ্যে হুমকি দেয়—সুযোগ পেলে মেরে ফেলবে। এরপর শিক্ষার্থীরা আমাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে থানায় অভিযোগ দিতে আসি।

বনানী থানার ওসি (অপারেশন) এ কে এম মাইন উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই ঘটনার একটি অভিযোগ থানায় জমা হয়েছে। আমরা অভিযোগটি তদন্ত করে দেখছি। তদন্তে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!