ববির নবনিযুক্ত উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ৮২ দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের কাছে ৮২ দাবি জমা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি ২১টি, স্বল্পমেয়াদি ৪১টি ও শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের জন্য ২০টি দাবি উত্থাপন করেন তারা।

গতকাল শনিবার (২৪ মে) লিখিত আকারে এসব দাবি উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনের সময়কালে বিশ্ববিদ্যালয়টি স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠেছিল। তখন প্রশাসনিক কার্যালয়ে তালাসহ একাডেমিক শাটডাউনের মতো কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সর্বশেষ কঠোর কর্মসূচি হিসেবে শিক্ষার্থীরা অমরণ অনশনসহ দক্ষিণবঙ্গ (ঢাকা-কুয়াকাটা মহাসড়ক) অচল করে দেন।

জুলাই গণঅভ্যুত্থানের পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে যোগদান করে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন, অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল শুচিতা শরমিনের বিরুদ্ধে। করেন শিক্ষার্থীদের নামে মামলাও। মামলা প্রত্যাহারসহ নানা দাবিতে প্রায় এক মাস আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরও একাংশ একাত্মতা প্রকাশ করেন।

টানা আন্দোলনের পর গত ১৩ মে শিক্ষা মন্ত্রণালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে। সেই সঙ্গে উপ-উপাচার্য ও ট্রেজারারকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

একই দিন (১৩ মে) ববির উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম। বর্তমানে তার শিক্ষার্থী বান্ধব আচরণের জন্য শিক্ষার্থীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৮২ দাবির তালিকা :


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence