পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রোভিসি-ট্রেজারারও নিয়োগ হবে সার্চ কমিটির মাধ্যমে

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © লোগো

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সুপারিশ প্রণয়নে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এই প্রক্রিয়ার শুধু ভিসি নয়, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগেরও সুপারিশ করা হবে। এজন্য ৫ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছে সরকার। রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে এই কমিটির সভাপতি করার কথা জানানো হয়।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

বর্তমানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসিসহ শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে এসব পদে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পেত রাজনৈতিক পরিচয়। অভিযোগ রয়েছে, ভালো একাডেমিক ও প্রশাসনিক ব্যাকগ্রাউন্ড থাকার পরও অপেক্ষাকৃত কম যোগ্যদের নিয়োগ দেওয়া হতো বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এসব পদে।

যদিও রাজনৈতিক পরিচয়ের ঢামাঢোল এড়াতে ১৬ বছর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার সার্চ কমিটির মাধ্যমে ভিসি নিয়োগের একটি উদ্যোগ নিয়েছিল। সে সময় বলা হয়েছিল, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো এ প্রক্রিয়ার বাইরে থাকবে। পরে অবশ্যই ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ওই কমিটির কাজ বন্ধ হয়ে যায়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজনে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে।

কমিটির কার্যক্রম হবে—যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও পর্যালোচনা করে প্রতিটি পদে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত এবং প্রস্তাবিত তালিকা রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের কাছে সুপারিশ হিসেবে উপস্থাপন করা। এই প্রক্রিয়ায় প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence