জবির অবকাশ ভবনের পাশে মরা দুই গাছ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

জবির অবকাশ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে মরা দুই গাছ
জবির অবকাশ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে মরা দুই গাছ  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবকাশ ভবনের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে রয়েছে বিশালাকৃতির দুইটি মরা গাছ। এতে ভয়াবহ ঝুঁকিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। যেকোনো সময় গাছগুলো ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। 

আজ সোমবার (১৯ মে) সরেজমিনে গেলে শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিদিন অবকাশ ভবনের সামনের দিয়ে আমরা নিয়মিত যাতায়াত করছি। কিন্তু মরাগাছ দুটো না কাটলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, প্রতিদিন ভয় গাছের নিচ দিয়ে যাই। একটু বাতাস হলেই গাছগুলো না পড়ে যায় এই চিন্তায় থাকি। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে অবকাশ ভবনের ছাদের কার্নিশের অংশ ভেঙে পড়েছ।

সেখানে কয়েকজন আহতও হয়েছেন। প্রশাসনের প্রতি দাবি, আমাদের স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে সচেতন হবে বলে জানান এই শিক্ষার্থী।

আরও পড়ুন: ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে ইউজিসির সামনে শিক্ষার্থীদের অবস্থান

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গাছগুলো ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় ভেঙে পড়তে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বৃক্ষ কমিটির নোটিশ পেয়েছি। দ্রুত কাটার ব্যবস্থা করা হবে।’

বৃক্ষ ব্যবস্থাপনা কমিটির প্রধান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রশাসন বরাবর নোটিশ পাঠিয়েছি। গাছ কাটা একটা টেকনিক্যাল বিষয়।

তিনি আরও বলেন, এখানে দক্ষ লোকবল ও কাটার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার। যেগুলো আমাদের কাছে নেই। আমাদের কাছে কিছু ছোট যন্ত্রপাতি আছে, যেগুলো দিয়ে গাছ কাটা সম্ভব নয়। এটা ইঞ্জিনিয়ারিং বিভাগ করে থাকে, কারণ গাছ কাটার ক্যাপাবিলিটি তাদের আছে।


সর্বশেষ সংবাদ