জুলাই আন্দোলনে সহিংসতার অভিযোগ আহ্বান, তদন্তে নামছে জবি প্রশাসন

০৮ মে ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০১ PM
জবি লোগো

জবি লোগো © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই ২০২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত জবি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া বরাবর আগামী ২২ মে এর মধ্যে অভিযোগকারীর তথ্য, অভিযোগ ও অভিযুক্তদের বিস্তারিত বিবরণ এবং স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগকারীর পরিচয় কঠোর গোপনীয়তার সাথে রক্ষা করা হবে।

আরো পড়ুন: জবি সিন্ডিকেটে থেমে গেল জকসু গঠনতন্ত্রের অগ্রযাত্রা

এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুঁইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আজকে একটি অভিযোগ পেয়েছি। আগামী ২২ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীরা যেসব অভিযোগ জমা দেবে সেগুলো নিয়ে আমার আইনি প্রক্রিয়ায় কাজ শুরু করবো। তবে, আমাদের কাছে কোন অভিযোগ যদি না আসে তাহলে আমরা কিছুই করতে পারবো না।

শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাতিসংঘ শান্তি নির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ
  • ৩০ জানুয়ারি ২০২৬
চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬