সোহরাওয়ার্দী কলেজে হামলায় ঘটনায় স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
হামলার চিত্র

হামলার চিত্র © ফাইল ফটো

রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলাকালীন সময়ে হামলার ঘটনায় ওই দিনের অনুষ্ঠিত স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

ফলে গত বছরের ২৪ নভেম্বর শুধুমাত্র সোহরাওয়ার্দী কলেজে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া কবি নজরুল সরকারি কলেজের ১৫টি বিভাগের শিক্ষার্থীদের আবারও নতুন তারিখে পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সনের স্নাতক (অনার্স) ১ম বর্ষের ২৪ নভেম্বরের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ (পত্র কোড : ২১১৫০১) পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যার ফলে ওই কেন্দ্রে অনুষ্ঠিত কবি নজরুল সরকারি কলেজের ১৫টি বিষয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া ওই দিনের পরীক্ষাটি আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে তাণ্ডব চালায় রাজধানীর প্রায় ৩০টির বেশি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এতে তখন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আহত হয়। এর জেরে ওই দিনের অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল। 

রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬