ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন

২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন © টিডিসি ফটো

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ‌‌‌‌‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ সহ বিভ্ন্নি স্লোগান দেন।  

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আমাদের বাংলাদেশি বোনের ন্যায়বিচারের জন্য দাঁড়িয়েছি। ভারতের ন্যায়বিচারহীনতার ইতিহাস দীর্ঘ। ফেলানী হত্যাসহ অসংখ্য বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। বাংলাদেশ সবসময় বৈষম্যের শিকার হলেও ভারতীয় হাইকমিশনকে কখনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি। আমরা দাবি জানাই, এই ন্যক্কারজনক হত্যার দ্রুত বিচার করা হোক। অন্যথায়, আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।’ 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজ রহমান বলেন, ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক নারীকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং এসব ঘটনা বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচারের দাবি জানাই। 

একজন শিক্ষার্থী বলেন, ২৮ বছর বয়সী ওই নারীকে ধর্ষণের পর হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারত বারবার এমন ঘটনা ঘটলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, এই ঘটনার দ্রুত বিচার করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদ বলেন, ফেলানী হত্যার বিচার আজও হয়নি। ভারত সবসময় বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জোর দাবি জানাই। 

প্রসঙ্গত, গত শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে থাকতে পারে।

ভুয়া সনদ ও প্রতারণার অভিযোগে রাবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
  • ২০ জানুয়ারি ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘ…
  • ২০ জানুয়ারি ২০২৬
পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের …
  • ২০ জানুয়ারি ২০২৬
শিরোপা জয়ের পর সেনেগালকে দুঃসংবাদ দিল ফিফা
  • ২০ জানুয়ারি ২০২৬
আইএসইউর উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9