বেরোবিতে ছাত্র সংসদের আগে হচ্ছে না শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমিতি বা ইউনিয়নের নির্বাচন আয়োজন স্থগিত থাকবে। এর আগে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সংবাদ সম্মলনে এসব তথ্য জানান। 

উপাচার্য বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে। এর আলোকে শিক্ষার্থীদের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেন কোনো ধরনের অনাকাঙিক্ষত ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। বিগত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ থাকবে।

আরো পড়ুন: গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের বিরোধীতা ও হামলার সঙ্গে জড়িত ৭১ শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ছাত্রত্ব শেষ এমন ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ৩৩ জনকে দুই সেমিস্টার বহিষ্কার এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

একই ঘটনায় জড়িত ৯ শিক্ষক, কমকর্তা ও কর্মচারীসহ পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া সাবেক প্রক্টরকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ দর্শানো পত্রের জবাব না দেওয়ায় তাদের বিরুদ্ধে সরকারী কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা-২০১৮ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সভায় অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence