চট্টগ্রাম কলেজে বিশ্ব দর্শন দিবস পালন

বিশ্ব দর্শন দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজে র‌্যালি বের করা হয়
বিশ্ব দর্শন দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজে র‌্যালি বের করা হয়  © টিডিসি

চট্টগ্রাম কলেজে বিশ্ব দর্শন দিবস পালন করা হয়েছে। ২১ নভেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়েছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ফিলোসফি ফর এন ইনক্লুসিভ এন্ড সাসটেইনেবল ফিউচার’। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী 

দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের নবনিযুক্ত  অধ্যাপক পদোন্নতি প্রাপ্ত অধ্যাপক কৃষ্ণা বড়ুয়ার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ‘ফিলোসফি: ব্রিজিং সোসাইটি গ্যাপস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রধান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সুব্রত বিকাশ বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান হালিমা খাতুন, আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এরশাদ উল্লাহ, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক মো. আবুল হাসেম চৌধুরী ও দর্শন বিভাগের অন্য শিক্ষকরা।

আরও পড়ুন: চট্টগ্রাম কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ

অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, দর্শন প্রজ্ঞাবান হতে বলে, আর প্রজ্ঞাবান মানেই যে লেখাপড়া বা সনদ প্রাপ্তি নয়, প্রজ্ঞাবান হওয়া ব্যক্তির অন্তর্দৃষ্টির ওপর নির্ভর করে। যে ব্যক্তির অন্তর্দৃষ্টি যত শক্তিশালী তার প্রজ্ঞাবান হওয়ার সামর্থ্য বা সুযোগ তত বেশি।

এর আগে দিবসটি উপলক্ষে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তমঞ্চ থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চট্টগ্রাম কলেজ জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা, স্বরচিত লিখা এবং বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

২০০২ সালে ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস পালনের ঘোষণা দেয়। ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।


সর্বশেষ সংবাদ