ছাত্র ফ্রন্টের উদ্যোগে ঢাকা কলেজে মাওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী পালিত 

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করেছে ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করেছে ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা  © টিডিসি

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজ শহীদ আবু সাঈদ চত্বরে মাওলানা ভাষানীর স্মরণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখা সভাপতি নাহিয়ান রেহমান রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন রাফিকুজ্জামান ফরিদ। 

রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘আমাদের লক্ষ্য মাওলানা ভাষানীর ৪ তম মৃত্যুবার্ষিকীতে তার জীবনের সংগ্রাম মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। শুধু পোস্টার ফুল দেওয়া নয়, স্মরণ করার তাৎপর্য হচ্ছে ভাষানীর লড়াকু জীবন, তার চিন্তা, চরিত্রকে স্মরণ করা। উনি মাওলানা নয় মানুষ উনাকে ভালোবেসে মাওলানা বলেন। মাওলানার প্রথাগত কোন ডিগ্রী ছিল না। মাওলানার লড়াইয়ের ইতিহাস সকলের জানা দরকার। কোন স্বৈরাচারশাসক ইতিহাস থেকে শিক্ষা নেই না। আইয়ুব খান থেকে এরশাদ যেমন শিক্ষা নেয়নি তেমনি এরশাদের পরিণতি থেকে হাসিনা শিক্ষা নেননি। ন্যায্য অধিকার থেকে বিভিন্ন লড়াই সংগ্রামে ভাষাণী প্রেরণা হয়ে থাকবে। ভাষা আন্দোলন, শহীদ মিনার নির্মাণে মাওলানার ভূমিকা ছিল। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাওলানার লড়াইয়ের দিক যেমন তুলে ধরি এর সঙ্গে দুর্বলতার দিক তুলে ধরি। ’২৪-এর গণঅভ্যুত্থান মাওলানা লড়াইয়ের সঙ্গে প্রাসঙ্গিক ছিল।’

আরও পড়ুন: রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ফের সক্রিয় ছাত্র ফ্রন্ট, শিক্ষার্থীদের ক্ষোভ

মুক্তিযুদ্ধকে  দলীয়করণ করেছে আওয়ামী লীগ উল্লেখ করে রাফিকুজ্জামান আরও বলেন, ‘মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ একপেশে বয়ানের মাধ্যমে কালিমা লেপন করেছে। দেশ স্বাধীনের পরে বিভিন্ন সংকটে মাওলানা আপসহীনভাবে সংগ্রাম করে গেছে। এ দেশের মেহনতি মজলুম মানুষের জন্য আজীবন আপসহীন সংগ্রাম করে গেছে। আজকে ছাত্ররাজনীতি মানে হলদখল, চাঁদাবাজি, সেই পরিবেশ আবার ফিরে আসুক আমরা চাই না। মাওলানা অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। মাওলানা ভাষানীকে তুলে ধরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নৈতিক দায়িত্ব বলে মনে করে।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নাহিয়ান রেহমান রাহাত বলেন, ‘আমাদের উদ্দেশ্য স্যালুট দেওয়া, ফুল দেওয়া না। আমরা মাওলানা ভাষানীর জীবন থেকে শিখব। ছাত্র-শিক্ষক সংকটে যেকোনো লাড়াইয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার্থীদের সঙ্গে থাকবে। অতীতের ন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। যেকোন সংকটে আমরা আজীবন সংগ্রাম করে যাব।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence