‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’

২৩ অক্টোবর ২০২৪, ০৭:১৬ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা

ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা © সংগৃহীত

ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে শিক্ষার্থীরা, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নিবো আমরা’, ‘দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে নজরুল ভাস্কর্যে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। শিক্ষার্থী রাজু শেখ বলেন, অনতিবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি রাষ্ট্রপতি সম্প্রতি বিতর্কিত বক্তব্য দিয়ে নিজের ভারসাম্যহীনতার পরিচয় দিয়েছেন। আমরা চাই তাঁকে পাবনায় ফেরত পাঠানো হোক।

শিক্ষার্থী মেজবাহ উদ্দিন রিয়াদ বলেন, আমরা ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার পর খুনি হাসিনার দোসররা আবারও নতুন করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। সেই হাসিনার দোসর চুপ্পু মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন সময় প্রলাপ করছেন। আমরা অনতিবিলম্বে এই ভারসাম্যহীন রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। আমরা খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি, চুপ্পুর মতো ভারসাম্যহীন রাষ্ট্রপতিকে সরাতে ২ মিনিটও লাগবে না।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬