বেরোবির প্রক্টর ড. তাজুল, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ

বেরোবির প্রক্টর অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম ও
বেরোবির প্রক্টর অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম ও

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম। আর বিশ্ববিদ্যালয়েরু হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারি করা পৃথক অফিস আদেশে তাদের এ নিয়োগ দেয়া হয়। 

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরীফ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

আরও পড়ুন : উপ-উপাচার্য ও ট্রেজারার পদ শূন্য বেরোবিতে নিয়োগ পেতে মরিয়া বিতর্কিতরা

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে নিয়োগ পাওয়ার পর উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীসহ প্রভোস্টরা আবাসিক হল পরিদর্শক করেন। এ সময় উপাচার্য ও প্রভোস্টরা শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন।


সর্বশেষ সংবাদ