সরকারি সংগীত কলেজে মিউজিক কোর্সে স্নাতকে ভর্তি
- টিডিসি নিপোর্ট
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ PM
সরকারি মিউজিক কলেজে (আগাারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকায় অবস্থিত) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৩ বছর মেয়াদি বি মিউজিক (পাস) কোর্সের প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
ভর্তির বিষয়
*রবীন্দ্রসংগীত;
*নজরুলসংগীত;
*লোকসংগীত;
*উচ্চাঙ্গসংগীত;
আরও পড়ুন: মেরিন ক্যাডেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানতে হবে সাঁতার
আবেদনের যোগ্যতা
*যেকোনো শিক্ষাবোর্ড বা উন্মুুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০১৯/২০২০/২০২১ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-২ পেতে হবে;
*যেকোনো শিক্ষাবোর্ড বা উন্মুুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০২১/২০২২/২০২৩ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-২ পেতে হবে;
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের হার্ড কপি আগামী ২৯ সেপ্টেম্বর সরকারি সংগীত কলেজে অফিস সময়ে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
আবেদন ফি
আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে সরকারি সংগীত কলেজে আবেদনের হার্ড কপি জমা দেওয়ার সময় আবেদন ফি হিসেবে ৩০০ টাকা প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৩০৯১০৮২৪৯ এবং ০১৭২৪০০৭৬৮৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।