ইবির হল থেকে গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, বুলেট ও মদের বোতল উদ্ধার

১৬ আগস্ট ২০২৪, ০৫:৫৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
উদ্ধারকৃত অস্ত্র

উদ্ধারকৃত অস্ত্র © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র হলে ছাত্রলীগের দখল করা রুমগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গ্রেনেড, দেশীয় আগ্নেয়াস্ত্র, বুলেটসহ মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগস্ট) বেলা ৫ টার দিকে মেইনগেটের সামনে ক্যাপ্টেন সোহানুর রহামানের নিকট হস্তান্তর করেন তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্ধারকৃত জিনিসগুলোর মধ্যে রয়েছে, দেশীয় আগ্নেয়াস্ত্র ১টি, গ্রেনেড ১টি, বুলেট ৬টি, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, মার্বেল ৩০০ পিছ, বোমা (পটকা) ৩ প্যাকেট, ককটেল বারুদ ৫০০ গ্রাম, চাপাতি ৫ টি, রামদা ২০ টিসহ মদের বোতল এবং কনডম। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোর ছাত্রলীগের রুমগুলোতে অস্ত্র আছে সন্দেহে অনিরাপদ বোধ করে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, কনডম, গ্রেনেড, আগ্নেয়াস্ত্রসহ মোদেরবোত পান তারা। এটি প্রথম দফায় পাওয়া গেছে বলে জানান তারা। এ ছাড়া দ্বিতীয় দফায় তারা হলগুলোর রুমগুলোতে তল্লাশি করবেন বলে জানান শিক্ষার্থীরা। 

এবিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি।  অভিযান অব্যাহত থাকবে।

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬