বিজয় দিবস সূচিত হয়েছিল কিছু অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখে: জবি উপাচার্য

উপাচার্য
উপাচার্য  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য এসময় জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘বিজয় দিবস সূচিত হয়েছিল কিছু অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখে৷ সেই লক্ষ্যগুলো ছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হবে, নারী-পুরুষ বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠা। আমরা আশা করি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিজয়ের মনোভাব ধারণ করে এগিয়ে যাবে।’ 

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সূচকে এগিয়ে গেছে অনেকটা। যদিও অনেক প্রতিবন্ধকতা আছে। সীমাবদ্ধতা আছে। বিজয়ের দিনে তরুণ প্রজন্মের প্রতি আবেদন থাকবে বীর মুক্তিযোদ্ধাদের থেকে তাদের মুক্তিযুদ্ধের গল্প জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’

আরও পড়ুন: স্বাধীনতার ৫২ বছরেও অর্জিত হয়নি শিক্ষার কাঙ্ক্ষিত গুণগত মান

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন, ইন্সটিটিউটের পরিচালক, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার। 

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, জবি সাংবাদিক সমিতির আহবায়ক আবু সাঈদ চৌধুরী ও সদস্য সচিব অপূর্ব চৌধুরী, কর্মকর্তা ও কর্মচারীরা। 

প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence