খুবি শিক্ষকদের বহনকারী বাসে অবরোধ সমর্থকদের হামলা-ভাঙচুর, আহত-২

০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
খুবি ক্যাম্পাস

খুবি ক্যাম্পাস © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকদের বহনকারী একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর শের-এ বাংলা রোডের জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের সামনে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে খুলনা জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের বিক্ষোভ মিছিল চলাকালীন খুবির বাসে হামলা করে ও ইট-পাটকেল ছুঁড়েন নেতাকর্মীরা। এ ঘটনায় মো. নুরুল ইসলাম নামে এফএমআরটি ডিসিপ্লিনের মাস্টার্সের এক শিক্ষার্থী এবং বাসের হেল্পার জুয়েল আহত হন।

বাসটির চালক মো. কালাম শেখ বলেন, আমি দুপুরে স্যারদের নিয়ে ক্যাম্পাস থেকে ছেড়ে যাই। জোহরা খাতুন স্কুলের কাছাকাছি গেলে দেখতে পাই ময়লাপোতার দিক থেকে অনেকগুলো মোটরসাইকেলের একটি বহর আসছে এবং পিছনে মিছিল ছিল। ঐ মিছিল থেকেই গাড়িতে এলোপাতাড়ি ইটপাটকেল ছোঁড়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ বলেন, আমাদের একটি বাস জোহরা খাতুন স্কুলের সামনে পৌঁছালে রাস্তায় চলমান একটি ঝটিকা মিছিল থেকে ইটপাটকেল ছোঁড়া হয়। এতে সামনের কাচ খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। এতে আমাদের একজন শিক্ষার্থী এবং বাসের হেল্পারের হাত কেটে যায়। আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাই এবং ততক্ষণে ট্র্যাফিক এর উপকমিশনার ও থানার ওসি সেখানে আসেন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই এ বিষয়ে মামলা হবে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মো. মমতাজুল হক বলেন, তাৎক্ষণিক আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদের উদ্বেগ
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা ব্যক্ত করেছেন খুবি শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদ। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী এবং অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি প্রকৌশলী এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এমন ঘটনা শুধু নজিরবিহীন নয়, পরম শ্রদ্ধেয় শিক্ষকদের ওপর, যে কোন অজুহাতেই হোক, এই হামলা রীতিমতো উদ্বেগজনক। একইসঙ্গে দেশের সব নাগরিকের গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে- এমন আশাবাদ প্রকাশ করার পাশাপাশি দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা।

জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9