রাজধানীতে ডিবি পরিচয়ে জবির ৩ শিক্ষার্থীর মোবাইল-টাকা ছিনতাই

ভুক্তভোগী জবি শিক্ষার্থী আসিফ, হাবিব ও হাফিজু
ভুক্তভোগী জবি শিক্ষার্থী আসিফ, হাবিব ও হাফিজু  © সংগৃহীত

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ও টাকাসহ অন্যান্য জিনিস ছিনতাই করেছে একটি চক্র। আজ মঙ্গলবার ভোরে রিকশায় কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে মতিঝিল শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল আসিফ ও হাফিজুর রহমান। তারা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আর্বতনের (১ম বর্ষ) শিক্ষার্থী। 

ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, আমরা নাটোরের এক বন্ধুর বাসায় ঘুরতে যাওয়ার উদ্দেশে বাবু বাজার থেকে কমলাপুর রেলস্টেশনের দিকে রিকশায় যাচ্ছিলাম। মতিঝিল শাপলা চত্বর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে আমাদের পথ আটকায়। ডিবি পরিচয়ে তারা আমাদের রিকশা থামান। কোনো কথা না বলেই গাড়ি থেকে তিনজন নেমে আমাদের মোবাইল, টাকা ও ব্যাগ নিয়ে যায়। এ সময় আমাকে চাপাতির উল্টো পাশ দিয়ে মাথায় আঘাত করা হয়।

আহত আসিফ বলেন, প্রথমে আমি মোবাইল দিতে চাইনি। তখন আমার মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে সব নিয়ে যায়। তখন রক্ত ঝরতে থাকে। তার পর হাবিব ৯৯৯ কল দিয়ে গাড়ির নম্বরটি জানায়। গাড়ির নম্বরটি ছিল, ঢাকা মেট্রো-গ ২১০৩১৪। পরে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়।

এ বিষয়ে মতিঝিল থানার কর্মরত পুলিশ অফিসার আলমগীর হোসেন বলেন, একই নম্বরের গাড়ি ব্যবহার করে রাজধানীর আরও চার জায়গায় ছিনতাই করা হয়েছে। কল করে আমাদের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, আহত আসিফের শরীর থেকে রক্ত ঝরছিল বলে জিডি না করে রাজধানীর একটি মেডিকেলে চিকিৎসা নেওয়া হয়। পর সবাই গ্রামের বাড়ি চলে যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence