১৫ বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, অর্জন ও সম্ভাবনা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  © ফাইল ছবি

উত্তরের শিক্ষার বাতিঘর শিক্ষার্থীদের স্বপ্নে ভরা সবুজ আচ্ছাদনে আবৃত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। প্রতিষ্ঠার ১৫ বছরে বিশ্ববিদ্যালয়টি নানা ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে সুনাম কুড়িয়েছে বিশ্ব দরবারে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৮ সালের এ দিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

তবে ২০০৯ সালের ৪ এপ্রিল সব অনিশ্চয়তা কাটিয়ে ৩০০ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিয়ে রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকায় শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন যোগদানকৃত দুজন শিক্ষক অধ্যাপক তাজুল ইসলাম ও তুহিন ওয়াদুদ।

প্রথম উপাচার্য লুৎফর রহমান অফিস শুরু করেন দুই ফুট বাই দুই ফুট করে দুটি টেবিল জোড়া দিয়ে। জনতা ব্যাংক লালবাগ শাখার ম্যানেজার এ অবস্থা দেখে ব্যাংকের পক্ষ থেকে ভালো মানের টেবিল-চেয়ারের ব্যবস্থা করেন। প্রথম উপাচার্য শুরুতে রিকশায় এসে অফিস করতেন। এ খবর শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁকে একটি গাড়ি ভাড়া করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে চলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।

২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর শহরের লালবাগ ও মডার্ণ মোড়ের মাঝামাঝি এলাকায় ৭৫ একরের নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২২টি বিভাগে শিক্ষাদান কার্যক্রম চলছে।

শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের সেই পরিত্যক্ত ভবন এখন শুধুই স্মৃতি। এখন স্থায়ী ক্যাম্পাসে চারটি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, তিনটি হল, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও মসজিদ হয়েছে। এখন আর উপাচার্যের ভাড়া করা গাড়ির প্রয়োজন হয় না। উপাচার্য নিজের গাড়ি ব্যবহার করেন।১৫ ব্যাচে শিক্ষার্থী ভর্তি হয়েছে।

প্রথম উপাচার্য লুৎফর রহমান অফিস শুরু করেন দুই ফুট বাই দুই ফুট করে দুটি টেবিল জোড়া দিয়ে। জনতা ব্যাংক লালবাগ শাখার ম্যানেজার এ অবস্থা দেখে ব্যাংকের পক্ষ থেকে ভালো মানের টেবিল-চেয়ারের ব্যবস্থা করেন। প্রথম উপাচার্য শুরুতে রিকশায় এসে অফিস করতেন। এ খবর শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছালে তাঁকে একটি গাড়ি ভাড়া করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ছয়টি অনুষদে ২২টি বিভাগে চলছে পাঠদান। ৩০০ শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করলেও এখন শিক্ষার্থী প্রায় আট হাজার এবং শিক্ষক ১৯৬ জন। অনেক বিভাগের শিক্ষার্থী পাস করে বিদেশে গেছেন উচ্চতর শিক্ষা গ্রহণ করতে। অনেকেই চাকরির পরীক্ষায় যোগ্যতার পরিচয় দিচ্ছেন।

গবেষণা ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অদম্য অবদান রেখে চলেছে। ২০২৩ সালের সিমাগো র‌্যাংকিংয়ে সেরাদের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্বের বিভিন্ন দেশের চার হাজার ৫৩৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। সব সূচকে দেশের সেরা ৩৯ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অবস্থান ১১তম ও গবেষণায় দেশ সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয়।

২০১৩ সাল পর্যন্ত ক্যাম্পাসে কয়েকটি দেবদারু, কৃষ্ণচূড়া, বকুলগাছ ছাড়া আর কোনো গাছই ছিল না। বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান ও সংস্থার কাছ থেকে চার হাজার প্রজাতির প্রায় ৩৭ হাজার গাছের চারা নিয়ে কয়েকজন বৃক্ষপ্রেমী শিক্ষার্থী ও কর্মচারীর সহায়তায় সেগুলো রোপন করা হয়।এখন বৃক্ষে শোভিত ক্যাম্পাস। এখন শুধু শিক্ষার্থীর নয় বাইরে থেকে অনেক পর্যটুকও  ঘুরতে আসেন  সবুজে মোড়ানো এ ক্যাম্পাসে।

এতসব অর্জনের পরও বিশ্ববিদ্যালয়ে রয়েছে চরম শ্রেণীকক্ষ ও আবাসিক সংকট। দুর্নীতির কারণে চার বছরের অধিক সময় ধরে থমকে আছে ১০ তলাবিশিষ্ট একটি ছাত্রী হল, ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং স্বাধীনতা স্মারকের নির্মাণকাজ। প্রতিষ্ঠার এক যুগ পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে নেই কোনো অডিটোরিয়াম ও জিমনেশিয়াম।

আরো পড়ুন: ‘শিক্ষায় আমরা সেভাবে পরিবর্তন আনিনি, আনার চিন্তাও করিনি’—এটা দুঃখজনক

এছাড়াও নিজ নামের বিশ্ববিদ্যালয়ে অবহেলিত বেগম রোকেয়া। ক্যাম্পাসে নেই তার কোন প্রতিকৃতি। সিন্ডিকেট সভায় রোকেয়া স্টাডিজ নামে কোর্স চালুর কথা বলা হলেও বাস্তবে নেই তার প্রতিফলন।

এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পাঁচজন উপাচার্য এসেছেন। প্রথম উপাচার্য এক বছরও পূর্ণ করতে পারেননি। তিনি বলতেন, ‘কোনো এমপি-মন্ত্রীর সুপারিশে একজনেরও চাকরি আমার হাতে হবে না। যোগ্যতার ভিত্তিতে হবে।’ দ্বিতীয় উপাচার্য হিসেবে যিনি এসেছিলেন, সীমাহীন দুর্নীতির দায়ে মেয়াদ পূর্তির আগে সরকার তাঁকে অব্যাহতি দিয়েছিল। তাঁর চলে যাওয়ার সময় ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র ১৩০ টাকা। তৃতীয় উপাচার্য মেয়াদ পূর্ণ করেন। চতুর্থ উপাচার্য হিসেবে নাজমুল আহসান কলিমউল্লাহ মেয়াদ পূর্ণ করলেও তাঁর চলে যাওয়াটা সম্মানজনক ছিল না।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ যোগদানের পর বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে এগিয়ে নিতে কাজ করছেন। তার পরিচালনায় বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত হয়েছে এবং শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত মূল ফটকের নির্মাণ কাজ চলছে। তিনি কোনো বিতর্কে না জড়িয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবেন, এমন প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence