গুচ্ছের বিশেষ ভর্তি শেষ বিকেলে, শূন্য ৬৯০ আসনে ভর্তি কীভাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৩, ০৯:২৫ AM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশেষ পর্যায়ের চূড়ান্ত ভর্তি আজ সোমবার (৯ অক্টোবর) শেষ হচ্ছে। এর আগে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চায়ন করেছেন এক হাজার ৫৩০ শিক্ষার্থী। ফলে গুচ্ছের আরও ৬৯০টি আসন শূন্য রয়েছে। আজই সভা করে এ আসনের বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেবে গুচ্ছ ভর্তি কমিটি।
জানা গেছে, আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত চূড়ান্ত ভর্তি চলবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ভর্তি ফি প্রদানপূর্বক চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।
গুচ্ছের প্রথম চার ধাপে ভর্তি শেষে ২ হাজার ২২০টি আসন ফাঁকা ছিল। এ আসনগুলোতে বিশেষ পর্যায়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। সে অনুযায়ী অনলাইনে ভর্তির সম্মতি জানানো শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫৩০ জন প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করেছেন। ফলে এখনো ৬৯০টি আসন ফাঁকা রয়েছে।
আরো পড়ুন: প্রাথমিকের নতুন বই উপজেলায় পৌঁছাবে নভেম্বরে
বিশেষ পর্যায় শেষে কীভাবে অবশিষ্ট আসন পূরণ করা হবে সে বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছের টেকনিক্যাল কমিটির এক সদস্য জানান, সভায় পরবর্তী ধাপের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে।