বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’র প্রতিবাদে কুবি ছাত্রলীগের বিক্ষোভ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৬:২০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৩, ০৬:২০ PM
পদযাত্রার নামে সারাদেশে বিএনপির ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ এবং মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীদের উপর ‘হামলার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান হোসাইন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ম. রকিবুল হাসান রকি, ইমাম হোসেন মাসুম ও জাহিদুল ইসলাম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কাজী নজরুল ইসলাম হলের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজমুল হাসান পলাশ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের সভাপতি ইসরাত জাহান জেরিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগর (ভারপ্রাপ্ত) সভাপতি তাহারাতবির হোসেন পাপন মিয়াজী ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শরিফ উদ্দিনসহ হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ভারপ্রাপ্ত) সভাপতি তাহারাতবির হোসেন পাপন মিয়াজী বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ সদা প্রস্তুত। দেশের বিভিন্ন জেলায় ও ক্যাম্পাসগুলোতে বিএনপি-জামাতের হামলা ও সকল অপশক্তি প্রতিরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রস্তুত।