রমজানে জবিতে ক্লাস-অফিস চলবে ৩টা পর্যন্ত

  © ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে ক্লাস ও অফিস। 

বুধবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

আরও পড়ুন: ঢাবিকে কেন্দ্র করে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই আমরা: পলক

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস সকাল সাড়ে ৮:৩০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। 

উল্লেখ্য, এতদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে আসছে। নতুন সময়সূচী অনুযায়ী আধাঘন্টা এগিয়ে আনা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!