সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

কলেজের ভবন এখন প্রভাবশালীদের দখলে, জমির কাগজপত্রও উধাও 

১১ নভেম্বর ২০২২, ১২:১২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ © সংগৃহীত

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ পুরনো ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত একটি সরকারি কলেজ। মাত্র এক একর জায়গার উপর অবস্থিত কলেজটিতে জায়গা স্বল্পতার কারণে নেই পর্যাপ্ত অবকাঠামো। ফলস্বরূপ উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৭ হাজার শিক্ষার্থীকে প্রতিনিয়ত মুখোমুখি হতে হচ্ছে শ্রেণীকক্ষ সংকট, লাইব্রেরীতে জায়গা সংকট, খেলার মাঠ, ক্যান্টিন ও আবাসন ব্যবস্থার অভাবসহ নানাবিধ সমস্যা।

আরও পড়ুন: চবি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় ডিনকে শোকজ

১৯৪৯ সালের ১১ নভেম্বর নালগলার ৫/১, জুম্মন ব্যাপারী লেনে (ভাওয়ালরাজ এস্টেট) কলেজটির কার্যক্রম শুরু হয়। তখন মুহাম্মদ আলী জিন্নাহর উপাধি অনুসারে কলেজের নাম রাখা হয় কায়েদ-ই-আজম কলেজ। ১৯৫০ সালে সৈয়দ জহির আহসান কলেজটির প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে লক্ষ্মীবাজারে জমি ক্রয় করে কলেজটিকে সেখানে স্থানান্তর করা হয়।

কলেজটিকে লক্ষ্মীবাজারে স্থানান্তরের পরে নালগলার ভবনটিকে ছাত্রাবাসে রূপান্তর করা হয়। এছাড়াও লোকমুখে শোনা যায় যাত্রাবাড়ী থানার পিছনেও নাকি একটি ছাত্রাবাস ছিল। যাত্রাবাড়ী থানার পিছনের ছাত্রাবাসের বিষয়টি অনিশ্চিত হলেও নালগলার ভবনটি এখন প্রভাবশালীদের দখলে।

এ বিষয়ে জানতে চাইলে উক্ত কলেজের অধ্যক্ষ মোহসীন কবীর বলেন, শুনেছি আমাদের কলেজের বেশ কিছু জায়গা বিভিন্ন প্রভাবশালীদের দখলে রয়েছে। কলেজের জায়গা সংক্রান্ত বিষয়ে তথ্য দেওয়ার জন্য এবং যাচাই-বাছাই করার জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে গত ১ বছর আগে। কিন্তু কোথাও কোনো কাগজপত্র পাওয়া যাচ্ছে না। এই কাগজ পত্রের জন্য কিছুই করা সম্ভব হচ্ছে না। কলেজসহ ডিসি অফিস থেকেও সকল কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে। যদি সঠিক কাগজপত্র সংগ্রহ করা যায় তাহলে যেকোনো উপায়ে জায়গাগুলো দখল করা হবে।

দ্রব্যমূল্য কমাতে ৩ পদক্ষেপের কথা জানালেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব
  • ২৬ জানুয়ারি ২০২৬
ট্রেনে কাটা পড়ে মা’সহ দুই সন্তানের মৃত্যু
  • ২৬ জানুয়ারি ২০২৬
আইসিসির বৈঠকে মেজাজ হারিয়েছিলেন বুলবুল
  • ২৬ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৫৫ হাজার ৪৫৪ দেশি পর্যবেক্ষক, ব…
  • ২৬ জানুয়ারি ২০২৬