বিসিএস প্রিলির ফল দ্রুত প্রকাশের নতুন রেকর্ড গড়ছে পিএসসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ AM
মাত্র ১৩ দিনে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে দ্রুত ফল প্রকাশের নতুন রেকর্ড করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশের ক্ষেত্রে এ রেকর্ড ভাঙতে চায় সাংবিধানিক সংস্থাটি। আরও কম সময়ের মধ্যে এ বিসিএসের ফল প্রকাশ করা হতে পারে।
পিএসসি সূত্রে জানা গেছে, সারা দেশ থেকে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট আসতে শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ওএমআর শিট মূল্যায়ন শুরু হবে। এরপর তা সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়ন শেষে ফল প্রকাশ করবেন সইশ্লিষ্টরা।
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ নিয়ে আমাদের একটি রোডম্যাপ রয়েছে। রোডম্যাপ অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হবে বলে আশা করছি।’ এটি বাস্তবায়ন হলে দ্রুত বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের ক্ষেত্রে নতুন রেকর্ড হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ না করলেও নিয়োগ দিয়েছে ইউজিসি ও ৮ বিশ্ববিদ্যালয়
এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।