৪৭তম বিসিএসের কাট মার্কস কত?

২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ PM
 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ৪৭তম  বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই চাকরিপ্রার্থীদের মধ্যে কাট মার্কস নিয়ে চলছে নানা আলোচনা। এবারের কাট মার্কস কত হতে পারে—তা জানতে কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’। তাদের মতে, ৪৭তম বিসিএস পরীক্ষায় পিএসসি প্রশ্নের ধরনে কিছুটা ভিন্নতা এনেছে। আগের কয়েকটি বিসিএসের তুলনায় এবারের প্রশ্ন ছিল তুলনামূলকভাবে কঠিন, বিশেষ করে বাংলা, বিজ্ঞান, কম্পিউটার ও মানসিক দক্ষতা অংশে। প্রার্থীদের ধারণা, এবারের কাট মার্কস ৯৫ থেকে ১০৫ এর মধ্যে থাকতে পারে, তবে কেউ কেউ বলছেন এটি সর্বোচ্চ ১১০-ও হতে পারে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগরিকা বলেন, আমি এর আগে ৪৬তম বিসিএসের রিটেন দিয়েছি। তবে এবারের প্রশ্ন আমার কাছে বেশ হার্ড লেগেছে। সচারাচর আমরা যে টপিকগুলোকে গুরুত্ব দিয়ে পড়ি তার বাইরে থেকে প্রশ্ন হয়েছে। আমার মনে হয় কাটমার্ক ১০০ এর আশেপাশে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আফরোজা আখি বলেন, বাংলা বিভাগের শিক্ষার্থী হয়েও বাংলা আমার কাছে কঠিন লেগেছে। আইসিটি তো অনেক হার্ড ছিল। কাটমার্ক খুব বেশি হবে বলে মনে হচ্ছে না। কম প্রার্থী টেকালে ১১০ এর মতো হবে আর বেশি প্রার্থী টেকালে কাটমার্ক ৯৫-১০০ হবে। 

ফাহমিদা নওরীদ নামে আরেক চাকরিপ্রার্থী বলেন, এ বছর প্রশ্ন রিপিট হয়নি বললেই চলে। প্রশ্নের ধরনেও চেঞ্জ এসেছে। আইসিটি, বিজ্ঞান প্রশ্ন অনেক কঠিন লেগেছে। ইংরেজি প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হয়েছে। আমার কাছে কিছু প্রশ্ন অসঙ্গগতিপূর্ণ মনে হয়েছে, আন্তর্জাতিক একটি প্রশ্নের সঠিক উত্তর ছিল না। এসবের কারণে অনেকটা দ্বিধায় পড়তে হয়েছে। কাটমার্ক ১০৫ থেকে ১০৮ এর বেশি হবে বলে মনে হচ্ছে না। অনেকের সাথে কথা বলে মনে হয়েছে কাটমার্ক আরও কমও হতে পারে। 

তিনি আরও বলেন, এই বিসিএস থেকে যেহেতু ১৩০০ এর বেশি স্বাস্থ্য ক্যাডার নেবে, সে হিসেবে প্রার্থী বেশি টেকালে কাটমার্কস ১০০ এর কমও হতে পারে। 

একটি সরকারি কলেজের বিসিএস ক্যাডার শিক্ষক বলেন, পিএসসি কতজন প্রার্থীকে প্রিলিতে উত্তীর্ণ করবে এর ওপর নির্ভর করে কাট মার্ক। পিএসসি যদি ২০ হাজার প্রার্থী টেকায় সেক্ষেত্রে কাটমার্কস হতে পারে ৯৩-৯৫, ১৫ হাজার নিলে ৯৬-৯৮ আর যদি আরও কম প্রার্থী টেকায় সেক্ষেত্রে কাটমার্কস হতে পারে ৯৯-১০৫। 

সরকারি কর্ম কমিশনের একটি সূত্র জানিয়েছে, বিসিএসের কাট মার্কস নির্ধারিত হয় পরীক্ষার্থীর সংখ্যা, ক্যাডার ও নন-ক্যাডার পদের সংখ্যা, প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় কেমন করেছেন এসব বিষয় দেখে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে বিসিএস শেষ করার তাগাদা থেকেও কাট মার্কস নির্ধারণ করা হয়। ফলে প্রতিটি বিসিএসের কাট মার্কসই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। 

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9