৪৭তম বিসিএসে প্রশ্নে ‘অসংগতি’, নির্ভুল উত্তর না থাকার অভিযোগ পরীক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ AM
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। এই পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় পৌনে চার লাখ চাকরিপ্রার্থী। তবে গুরুত্বপূর্ণ এই নিয়োগ পরীক্ষায় একাধিক প্রশ্নে অসংগতি থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, কয়েকটি নৈর্ব্যক্তিক প্রশ্নে এমন অপশন দেওয়া হয়েছে যার মধ্যে সঠিক উত্তর নেই। এতে পরীক্ষার্থীরা বিভ্রান্ত হয়ে সময় নষ্ট করেছেন এবং মানসিক চাপে পড়েছেন বলে জানিয়েছেন।
পরীক্ষার্থীদের অভিযোগ, যেসব প্রশ্নে নির্ভুল উত্তর থাকে না কিংবা একাধিক অপশন সঠিক হওয়ার আশঙ্কা থাকে, সেসব প্রশ্নে সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। এতে পরীক্ষার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়, আবার ভুল উত্তর দিয়ে নম্বর কাটা যাওয়ার ঝুঁকিও থাকে। বিশেষ করে বিসিএসের মতো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় এমন প্রশ্ন দৃষ্টান্তমূলক অনিয়ম বলে মনে করছেন তারা।
তথ্যপ্রযুক্তি বিষয়ের একটি প্রশ্নকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হয়েছে। পরীক্ষার্থীরা জানান, সেট-১ এর ১৪৬ নম্বর প্রশ্নে বলা হয়, ‘একটি কম্পিউটারের প্রোসেসর ক্লক স্পিড ৪.০০ গিগাহার্জ হলে এর ক্লক মাইকেল টাইম কত?’ নৈর্ব্যক্তিক এই প্রশ্নে চারটি অপশন দেওয়া হয়— (ক) ২.৫ ন্যানো সেকেন্ড, (খ) ২.৫ মাইক্রো সেকেন্ড, (গ) ৪ মাইক্রো সেকেন্ড, (ঘ) ৪ ন্যানো সেকেন্ড। তবে প্রশ্নের কোনো অপশনেই সঠিক উত্তর নেই বলে মনে করছেন অনেকে।
পরীক্ষায় অংশ নেওয়া একাধিক প্রার্থী জানান, তারা প্রশ্নটির নির্ভুল উত্তর বের করতে পারেননি। কেউ কেউ অনুমানের ভিত্তিতে যেকোনো একটি অপশন দিয়ে এসেছেন। ফলে প্রশ্নটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ভুল উত্তরের জন্য তাদের মূল্যবান নম্বর কাটা যেতে পারে।
চাকরিপ্রার্থীরা প্রশ্নপত্রের এই ত্রুটিকে দায়িত্বজ্ঞানহীনতার নিদর্শন উল্লেখ করে বলেন, সরকারি সর্বোচ্চ নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এমন হওয়া অনভিপ্রেত। তারা প্রশ্নগুলোর অসঙ্গতি চিহ্নিত করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার দাবি জানিয়েছেন।