আজ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ AM
সরকারি কর্ম কমিশনের পিএসসি

সরকারি কর্ম কমিশনের পিএসসি © সংগৃহীত

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই এমসিকিউভিত্তিক পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের মোট ২৫৬টি কেন্দ্রে একযোগে নেওয়া হবে। পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে হবে। এই নির্ধারিত সময়ের পর কোনোভাবেই কাউকে হলে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্র ও কক্ষ নম্বর আগেই পরীক্ষার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। হলে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। প্রবেশপত্রে থাকা ছবি ও তথ্যের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি তালিকায় থাকা ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। কোনো ধরনের গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষায় প্রশ্নপত্র ও উত্তরপত্রের চারটি সেট থাকবে। পরীক্ষার্থীদের যেই সেট নম্বরের উত্তরপত্র দেওয়া হবে, সেই সেট নম্বরের প্রশ্নপত্রই হাতে দেওয়া হবে। মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। তবে ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা এবং এই সময়ের মধ্যে কেউ পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবে না।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে তা পিএসসির ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করে নেওয়া যাবে। পরীক্ষাকেন্দ্রে বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্যাগ, হাতঘড়ি, গহনা বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। কেউ এসব নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে, কিংবা নকলচেষ্টার সঙ্গে জড়িত থাকলে, তার প্রার্থিতা বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখকের ব্যবস্থা থাকবে এবং তাদের প্রতি ঘণ্টায় ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। অন্য যেকোনো ধরনের প্রতিবন্ধী পরীক্ষার্থী প্রতি ঘণ্টায় অতিরিক্ত ৫ মিনিট সময় পাবে। কমিশন সকল পরীক্ষার্থীকে নির্ধারিত নির্দেশনা মেনে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

 

‘রায় শিক্ষার্থীদের পক্ষে না এলে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘ…
  • ২১ জানুয়ারি ২০২৬
সরকারের প্রচারণা গণভোটের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে: বিএ…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘কড়াইল বস্তিতে ফ্ল্যাট করার কথা বলে তারেক রহমান নির্বাচনী প…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘চিহ্নিত সন্ত্রাসী নিয়ে ক্যাম্পেইন করে বিপদে পড়বেন কিনা, সে…
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ যে প্রতীক পেলেন
  • ২১ জানুয়ারি ২০২৬
‘গুচ্ছ ভর্তিতে শীর্ষ ২০-এ থাকব ভেবেছিলাম, হলাম প্রথম’
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9