চাকরি হারাচ্ছেন বিসিএস প্রশ্নফাঁসে জড়িত কর্মকর্তারা

  © ফাইল ফটো

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সরকারী কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে রয়েছে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির দুই উপ-পরিচালক, একজন সহকারী পরিচালক, দুই অফিস সহায়কও। এদিকে আটককৃতদের বিরুদ্ধে মামলা হলে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়েছে পিএসসির শীর্ষ কর্মকর্তারা।  

এই প্রশ্নফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর এখন আলোচিত নাম চালক আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। আজ সোমবার দুপুর থেকে এই দুইজনের নানান কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। তিনি ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা যায়, রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগারির নানা খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রশ্নফাঁসে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে মামলা হওয়া মাত্রই আমরা তাদের চাকরিচ্যুত করবো। অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনেক আগেই গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ